সেলিম হায়দার,তালা ঃ
সাতক্ষীরার তালা উপজেলায় মাদক বিক্রি ও সেবনের দায়ে তিনজনকে ভিন্ন
মেয়াদে কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার সকালে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমান আদালতে এ
রায় প্রদান করেন।
দন্ডাদেশপ্রাপ্তরা হলেন-তালা উপজেলার মাগুরা গ্রামের আব্দুল হামিদের ছেলে
জাহিদ হোসেন (২৫),একই গ্রামের হোসেন গাজীর ছেলে মুজাম গাজী
(৩২) ও মাগুরাডাঙ্গা গ্রামের মাহাবুব সরদারের ছেলে আবু তাহের (৩০)
এঘটনায় তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিঞা জানান,
গত শনিবার ৯ জুলাই সন্ধ্যায় তালার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে
তিনজনকে আটক করা হয়। সকালে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা তারা
দোষ স্বীকার করেন। এর ভিত্তিতে বিচারক মাদক বিক্রেতা আবু তাহেরকে দুই
বছর এবং মাদকসেবী জাহিদকে এক বছর ও মুজামকে পাঁচদিনের
কারাদন্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।