ছাতকের নোয়ারাই ইউপির জোড়াপানি এবতেদায়ী মাদরাসা থেকে ২০১৬সালে এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে
মোহাম্মদ হযরত আলী ও মোহাম্মদ মাহিদুল ইসলাম ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। উপজেলার মধ্যে সর্বোচ্চ মেধা তালিকায় ৩য়
স্থান অধিকারী হযরত আলী জোড়াপানি গ্রামের আবুল কাসেমও গৃহিনী রুফিয়া বেগমের ২য় পুত্র এবং মাহিদুল ইসলাম একই
গ্রামের মখলিছুর রহমানও গৃহিনী জাহানারা বেগমের ১ম পুত্র। তাদের এ কৃতিত্বপুর্ণ ফলাফলের জন্যে পিতা-মাতাও শিক্ষকদের
প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। নিজের ভবিষ্যত উজ্জল কামনায় তারা সকলের কাছে দোয়া প্রার্থী।