ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান কালে ২০পিস ইয়াবা সহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
রবিবার শহরের মুন্সিপাড়া এলাকার জনৈক যতিনের বাড়ীর দক্ষিনপার্শ্ব থেকে সন্ধ্যা সাড় সাতটায় তাকে আটক করে ডিবি পুলিশ।
ডিবি অফিস সুত্রে জানা যায়,মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই নুর আলম সিদ্দিক এর নেতৃত্বে একটি টিম শহরের মুন্সিপাড়া এলাকা থেকে মো: মহারাজা ওরফে বাবু(৩২) নামে এক মাদক বিক্রেতাকে ২০ পিস ইয়াবা সহ আটক করে।
আটক মহারাজা পৌরসভাধীন পশ্চিম মুন্সিপাড়ার মৃত- আবুল কাশেমের ছেলে।
আসামীর বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রজু করা হয়েছে।
সত্যতা নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি