সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে সোমবার বিজিবির
(বর্ডারগার্ড) অভিযানে প্রায় পৌণে ১১ লাখ ভারতীয় মদের
একটি চালান আটক করা হয়েছে।
এ ধরণের একটি বড় রকমের মাদকদের চালান আটক হলেও বিজিবির টহল দল
আটকাতে পােিরনি এর সাথে জড়িত কোন চোরাকারবারী কিংবা মাদক
পরিবহনকারী চক্রের সদস্যকে।
বিজিবির জানায়, সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের
তাহিরপুরের লাউড়েরগড় বিওপির বিজিবির একটি টহল দল সোমবার বিকেলে
মেইন পিলার ১২০৬ এর টু এস এলাকার মাত্র ২’গজ বাংলাদেশ অভ্যন্তরের
মোকশেদপুর থেকে ৭০৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ নামীয় ব্রান্ডের ওই
মদের চালনাটি আটক করে। বিজিবির দাবি আটককৃত মদের মুল্য প্রায় ১০
লাখ ৫৭ হাজার ৫’শ টাকা।
এদিকে লাউড়েরগড় বিওপির দায়িত্বপূর্ণ ওই এলাকার সীমান্তের বিভিন্ন
পয়েন্ট দিয়ে প্রায়ই মাদকের বড় ধরণের চালান আটক হলেও বিজিবি গত
কয়েকমাসের মধ্যে রহস্যজনক কারনে মাদক চেরাচালানের সাথে কাউকেই
গ্রেফতার পারতে পারেনি। বরাবর বিজিবির ওনসব মাদকের চালান আটকের পর
গুমাধ্যমকে জানিয়ে আসছে যে মামদক চোরাকারবারীরা নাকি দৌড়ে
সীমান্তের কাঁটাতারের বেড়া টপকে সীমান্তের ওপারে ভারতের দিকে পালিয়ে
যায়।’