শুক্রবার ১৪ এপ্রিল ঠাকুরগাঁও রুহিয়া মহাসড়কে বুড়ির বাঁধ
সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় তার ডান পা মারাত্মক ভাবে
ক্ষতিগ্রস্থ হয়েছে। সে এখন ঢাকা পঙ্গু হাসপাতালে ফ্রাস্ট
ফ্লোরে জেনারেল ওয়ার্ডে জি – ৬, বেডে এ ডঃ শাহ আলম এর
তত্বাবধানে চিকিৎসা গ্রহন করছে। দরিদ্র পরিবারের মোঃ
ইউসুফ আলী ও মোছাঃ মালেকা খাতুন, গ্রাম- মুন্সীপাড়া,
ঠাকুরগাঁয়ের একমাত্র ছেলে সন্তান রাকিবুল রাব্বির চিকিৎসার
জন্য ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকার প্রয়োজন। তার চিকিৎসায়
আর্থিক সহায়তা করার জন্য সকল কে এগিয়ে আসার
আহব্বান জানানো হলো।
বিকাশ নাম্বার :- ০১৭৫৮৯৩৬১৮৯
যোগাযোগ :- ০১৭৯২৯৪৯৪৯৪
এই সংবাদের কনো তথ্যে বাংলার প্রতিদিন অবগত নয় ,