প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল মঙ্গলবার হতদরিদ্র পরিবারের ১২৯জন প্রশিক্ষণপ্রাপ্ত
নারী ও পুরুষের মাঝে রিকশা-ভ্যান, টুলসবক্স ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ি এডিপি’র উদ্যোগে
উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত রিকশা-ভ্যান, টুলস বক্স ও সনদপত্র বিতরণী
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী এডিপি ম্যানেজার পবিত্র বেনেটিড কস্তা।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.
এহেতেশাম রেজা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা
কর্মকর্তা মো. মোস্তাফিজার রহমান, ওয়াল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার বাদল
সংমা ও ভোরের আলো সমিতির সভানেত্রী মমতা রাজ বংশী প্রমূখ। এতে হতদরিদ্র
পরিবারের প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে বক্তব্য রাখেন ডিবিএস প্রশিক্ষণ প্রাপ্ত রতœা
রাণী, ইলেক্ট্রিক হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ প্রাপ্ত জিয়ারুল ইসলাম, শিশু সংবাদিক
প্রশিক্ষণ প্রাপ্ত আরমিনা খাতুন প্রমূখ।
সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহেতেশাম রেজা
আনুষ্ঠানিকভাবে ১২৯জন প্রশিক্ষণপ্রাপ্ত বেকার নারী ও পুরুষের মাঝে
বিনামূল্যে রিকশা-ভ্যান, টুলসবক্স ও প্রশিক্ষণের সনদপত্র প্রদান করেন।
এতে উপজেলার, আলাদিপুর, কাজিহাল ও বেতদীঘি এই চার ইউনিয়নের ওয়ার্ল্ড
ভিশন সংস্থার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারি, সুবিধাভোগী নারী ও
পুরুষ, শিশু ও যুব ফোরামের সদস্য-সদস্যারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।