গাইবান্ধাসদর উপজেলায় মধ্য ফলিয়া গ্রামে আতিয়া বেগম (২৪) নামে এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী ফারুক হোসেন (৩৮) ও ভাসুর জাহিদুল ইসলামকে (৪৪) আটক করেছে পুলিশ।
সোমবার (১১ জুলাই) সকালে তাদের আটক করা হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মেহেদী হাসান এ বিষয়টি নিশ্চিত করে জানান, ২০ হাজার টাকা যৌতুকের দাবিতে শনিবার (৯ জুলাই) দিন-দুপুরে গাছে বেঁধে আতিয়াকে নির্যাতন করে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। পরে স্থানীয়রা আতিয়াকে সেখান থেকে উদ্ধার করে।
এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে মধ্য ফলিয়া থেকে দুই জনকে আটক করা হয়।