মোঃ সোহাগ, ঢাকা : জীবনের নিরাপত্তা ও মিথ্যা মামলা, মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে আজ রাজধানীর সেগুন বাগিচাস্থ বাংলাদেশ ক্রাইম রিপোটার এসোসিয়েশন এ সাংবাদিক সম্মেলন করেন ব্যবসায়ী, প্রবাসী আরিফুল ইসলাম বাবু। এ সময় তার স্রী সাজেদা ইয়াসমিন,মামা কাজী আলাউদ্দিন উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পেশ করেন।তিনি বলেন পিতা একজন বীর মুক্তিযোদ্ধা, ও অবসর প্রাপ্ত পুলিশের ডিএসপি ছিলেন। বন্ধুদের মধ্যে একাধিক বাবু থাকায় পিতার পদবী টাইটেল করে ডিএসপি বাবু নামে বন্ধুদের মাঝে ডাকা হত আস্তে আস্তে প্রতিবেশীরাও এই নামে ডাকতেন ।পেশায় তিনি একজন ব্যবসায়ী ও রাজনীতিবীদ।দীর্ঘদিন তিনি দক্ষিন আফ্রিকাতে ছিলেন এবং সেদেশের নাগরিকও বর্তমানে।দেশে ঠিকাদারী ব্যবসা, পানির কারখানা ও ল্যান্ড ডেভলোপার এর ব্যবসার সাথে জড়িত আছেন বলে জানান।এছাড়া আলাপ প্রসংগে তিনি জানান জীবনের ঝুকি নিয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী মাদক এর বিরুদ্ধে আমার কঠোর অবস্থান তার নিজের জায়গায় বিট পুলিশিং অফিস, কাফরুল থানায় পুলিশের ডিউটি পোস্ট, পল্লবী থানায় বিট পুলিশিং অফিস ছাড়াও পুলিশের উন্নয়নে সব সময় এগিয়ে যান বলে জানান তিনি। এলাকার অনেক সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশককে সহযোগিতা করে।
একটি জাতীয় দৈনিকে মিথ্যা তথ্য নিয়ে অপ প্রচার দু;খজনক এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।তিনি বর্তমান ৪ং ওয়ার্ড আ লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পপদ প্রার্থী। তার জনপ্রিয়তা দেখে ঈর্ষানিত হয়ে কাউন্সিলর জামাল মোস্তফা, পদ না দেওয়ার ষড়যন্ত্র করে আসছে ও বিভিন্ন হুমকি অপ প্রচার করছে।,এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা একাধিকবার তাকে হত্যার চেষ্ঠা করে। তার বাসার ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাফনের কাপড় পাঠানো হয়েছ বলে জানান।এমন পরিস্থিতে তার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃংখলা রক্ষাকারী
বাহীনির কাছে অনুরোধ জানান পাশাপাশি তার অপমৃত্যু বা যে দুর্ঘটনার জন্য জামাল মোস্তফা,তার সাবেক ড্রাইভার রফিক,সাবেক ম্যানেজার জাহাংগীর, সৈয়দ মোল্লা,মানিক দায়ী থাকবে বলে লিখিত বক্তব্যে জানান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্রজীবন থেকে ছাত্রলীগ এর রাজনীতি করি ১৯৯৩- ৯৪ সালে কলেজ শাখায় ক্রীড়া সম্পাদক নির্বাচিত ছিলেন।এখন আলীগ এর সক্রিয় কর্মী হিসাবে কাজ করে যাচ্ছেন।