বাংলার প্রতিদিন অনলাইন ডেস্কঃ
মহান মে দিবস উপলক্ষে পহেলা মে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যদিও এখনো সমাবেশের অনুমতি মিলেনি পুলিশের।
জানা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশের জন্য ইতিমধ্যে গণপূর্ত বিভাগ থেকে অনুমতি দেওয়া হয়েছে। পুলিশের কাছ থেকে অনুমতির জন্য বৃহস্পতিবার বেলা ১১টায় কমিশনারের কার্যালয়ে যান বিএনপি নেতারা।
চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জয়নুল আবদিন ফারুক, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়েছেন।