আব্দুর রহিম পলাশ , চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর গ্রামে নব্য জেএমবির আস্তানায় শুরু
হওয়া সোয়াতের অপারেশন ঈগল হান্ট প্রায় ৪০ ঘন্টা পর আজ বৃহস্পতিবার স্ধসঢ়;ধ্যা পৌনে ৭টায় সমাপ্ত
ঘোষণা করা হয়েছে। সোয়াতের অপারেশন চলাকালে নিজেদের বোমা বিষ্ফোরণে রফিকুল ইসলাম আবু ওরফে
আবুল কালাম আজাদ ওরফে আবু (৩০) সহ ৪জন নিহত হয়েছে। সন্ধ্যায় প্রেসব্রিফিংয়ে এই বিষয়টি নিশ্চিত
করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ খুরশিদ হোসেন। নিহত আবু হচ্ছে শিবনগর গ্রামের আফসার
আলীর ছেলে। নিহত আবুর স্ত্রী সুমাইয়া খাতুন ৩মাসের অন্তসত্ত্বা থাকায় তাকে এবং তার শিশু কন্যা সাইদাকে
অক্ষত অবস্থায় উদ্ধারের জন্য সোয়াত আপ্রান চেষ্টা চালিয়ে সফল হয়েছেন বলে দাবী করেছেন ডিআইজি
খুরশিদ হোসেন। তিনি আরও জানান, সোয়াতের অপারেশন ঈগল হান্ট শেষ হলেও আগামীকাল সোয়াতের বোম্ব
ডিস্পোজাল টিম ও ক্রাইম সিন কাজ শুরু করবে এবং পরবর্তীতে নিহতদের পরিচল নিশ্চিত হওয়ার চেষ্টা করা হবে।
সব অপারেশন শেষ হলে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে। এর আগে সোয়াতের আহবানে জঙ্গি
আবু’র স্ত্রী সুমাইয়া খাতুন ও তার মেয়ে সাইদা আহত অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে চাঁপাইনবাবগঞ্জ
আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গণমাধ্যম
কর্মীদের সেখানে ঢুকতে দেয়া হচ্ছে না। এদিকে অভিযান শেষ হলেও আশপাশ এলাকায় ১৪৪ধারা জারি রয়েছে।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল
ইসলাম। গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে অপারেশন ঈগল হার্ট নাম দিয়ে অভিযান শুরু হয় এবং রাত
৯টার দিকে অভিযান স্থগিত ঘোষণা করেন সোয়াত এর উপ-পুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়ারদার। এর
আগে শিবগনগর এলাকায় বুধবার ভোর রাত ৩টার দিকে সাইদুর রহমান জেন্টু হাজী নামে এক ব্যক্তির বাড়ি
ঘেরাও করে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। পরে সকাল ৬টার দিকে ওই বাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে
গুলি ছোঁড়া হয়। পরে সন্ধ্যা পৌনে ৭টায় আনুষ্ঠানিক অভিযান শুরু হয় এবং রাত ৯টায় অভিযান স্থগিত
ঘোষণা করা হয়। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় অভিযান শুরুর পর সকাল সাড়ে ১০টার দিকে সোয়াত এর উপ-
পুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়ারদার, রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিসারুল আরিফ,
জেলা পুলিশ সুপার টিএম মোজাম্মেল হক ঘটনাস্থলে পৌছান। বিকেল সোয়া ৫টার দিকেও ব্যাপক গুলির শব্দ এবং
৩টি গ্রেনেড বিষ্ফোরণের শব্দ পাওয়া যায়। গণমাধ্যম কর্মীদের ঘটনাস্থল থেকে প্রায় ৫’শ গজ দূরে রাখা হয়।
এলাকা এখনও পুলিশের কঠোর নিরাপত্তা রয়েছে। ঘটনাস্থলে পুলিশের টিম দায়িত্ব পালন করছে।