অনলাইন ডেস্কঃ
তৃণমূল কংগ্রেসকে নিয়ে এত ভয় কেন? কারণ আপনারা জানেন, আগামী দিনগুলো তৃণমূলের হবে। যারা আমাকে চ্যালেঞ্জ করেছে, তাদের চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। আমরা দিল্লি দখল করে নেব।’
স্থানীয় সময় শুক্রবার ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধান অমিত শাহকে উদ্দেশ এভাবেই কথাগুলো বলছিলেন দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি পশ্চিমবঙ্গ সফরে যান অমিত শাহ। সেখানে গিয়ে তৃণমূল কংগ্রেসের সদস্যদের কারাগারে ঢোকানোর নির্দেশ দেন বিজেপি সমর্থকদের। এ ছাড়া ২০১৯ সালের মধ্যে তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে উচ্ছেদ করার দায়িত্ব দেন দলের স্থানীয় নেতাকর্মীদের ওপরে।
অমিত বলেন, পশ্চিমবঙ্গের মতো দারিদ্র্য কোথাও নেই। নরেন্দ্র মোদি বাংলাকে আবার সোনার বাংলা বানাবেন।
পশ্চিমবঙ্গে এসে অমিতের ওই বক্তব্যে বেশ ক্ষেপেছেন মমতা। তিনি বলেন, ‘তারা সকালে বিভিন্ন বস্তিতে যায়, আর পাঁচতারা হোটেলে রাতের খাবার খায়। এভাবে তারা দ্বিমুখিতার পরিচয় দেয়। আমি প্রতিদিন বস্তিতে যাই। গরিবদের গরিব বলা উচিত না। আমি সব গরিব ও মেহনতি মানুষকে সম্মান করি।’
ভারতের পাঁচটি রাজ্য ভ্রমণের জন্য ১৫ দিনের সফরে বের হন অমিত শাহ। পশ্চিমবঙ্গে তিনি দুদিনের সফরে আসেন। আজ শুক্রবার তিনি পশ্চিমবঙ্গ ত্যাগ করেন। এর পরপরই অমিতের ওপর ক্ষোভ ঝাড়েন মমতা।
ক্যাপশন : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : এনডিটিভি