প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল শনিবার বেসরকারি সংস্থা নর্দান ডেভেলপমেন্ট
ফাউন্ডেশন-এনডিএফে’র উদ্যোগে জেন্ডার বিষয়ক দম্পতিদের এক সেমিনার
অনুষ্ঠিত হয়েছে।
সংস্থার কার্যালয়ে এনডিএফ সংস্থার ফুলবাড়ী ইউনিট ম্যানেজার এসএম
মাসুদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত জেন্ডার বিষয়ক দম্পতিদের সেমিনারে
মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংস্থার প্রোগ্রাম অফিসার মনোরঞ্জন
সাহা। এতে বক্তব্য রাখেন আরতী রাণী, পারুল মহন্ত, অলিভিয়া সরেন, সুমি টুডু,
লিলি টুডু, মন্তাজ মুরমু প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন, জেন্ডার হচ্ছে সামাজিকভাবে গড়ে ওঠা নারী-
পুরুষের পরিচয়, সামাজিক ভাবে নির্ধারিত নারী ও পুরুষের মধ্যেকার সর্ম্পক,
সমাজ আরোপিত নারী-পুরুষের ভুমিকা যা পরিবর্তনীয়। যেহেতু এসব বিষয়
সমাজ নির্ধারিত তাই সমাজ পরিবর্তনের সাথে সাথে সামাজিক
সাংস্কৃতিকভাবে অর্পিত নারী-পুরুষের বৈশিষ্ট ভুমিকা ও আচরণ পরিবর্তন
হয়। জেন্ডার অনেকখানি মনস্তাত্বিক প্রত্যয়। পরিবার, সমাজ, রাষ্ট্রের উন্নয়নে,
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়, সম্পদের মালিকানায় এবং নারী-পুরুষের মধ্যকার
সম্পর্ককে সম্যতার ভিত্তিতে এগিয়ে নিয়ে উন্নয়নকে তরান্বিত করতে হবে।