অনলাইন ডেস্কঃ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন দশ বছর আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয়। পুলিশ এখন জনগণের বন্ধু, তারা তাদের জীবন দিয়ে জনগণের সেবা করে যাচ্ছে।
শনিবার বিকেলে রাজধানীর তিতুমীর কলেজ প্রাঙ্গনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের আয়োজনে মাদক ও জঙ্গি বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: আমাদের পুলিশ দেশপ্রেমিক পুলিশ। আমাদের পুলিশ জনগণকে রক্ষা করতে পারে। যেকোন মূল্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে জঙ্গি কিংবা মাদক দূর করতে হবে।
বাংলাদেশে আইএস বলে কিছু নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আবারো বলেন: একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানো আর ইসলাম ধর্মকে জঙ্গি ধর্ম বানানোর পাঁয়তারা চলছে।
বাংলাদেশে কোন প্রকার মাদক তৈরি হয় না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: মাদক তৈরি হয় মিয়ানমারে। বর্ডার ও নাফ নদী হয়ে মাদক দেশে অবৈধভাবে চলে আসে। প্রধানমন্ত্রীর নির্দেশে সীমান্ত সড়ক তৈরি করা হচ্ছে। ফলে এসব অবৈধ মাদক আর দেশে ঢুকতে পারবে না।
মন্ত্রী বলেন: মাদকসেবী ঐশী বাবা মার মতো আর কারো যেন ওই অবস্থা না হয়। আপনারা আপনাদের সন্তানের খোঁজ রাখুন। আমরা মাদককে না বলছি তেমনি জঙ্গিবাদ ও দমন করছি।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি ও তথ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য একেএম রহমতউল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মো: আসাদুজ্জামান মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের অধ্যক্ষ সহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী ও গুলশান বিভাগের পুলিশের ডিসি মোস্তাক আহমেদ সহ উর্ধ্বতন কর্মকর্তারা।