প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দীর্ঘ দেড় বছর ভারতের দক্ষিণ দিনাজপুরের “বালুরঘাট শুভায়ণ অবজারভেশন
হোমে” হেফাজতে থাকা বাংলাদেশি ছয় শিশু মুক্ত হয়ে গতকাল রবিবার
দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে।
দেশে ফিরে আসা শিশুরা হচ্ছে, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার
চন্দ্রথোনা গ্রামের হাছেন আলীর ছেলে রাজু ইসলাম (১৩), একই উপজেলার
কুঠিচন্দ্রঘোনা গ্রামের জামাল রহমানের ছেলে জাহিদ হাসান (১২),
চন্দ্রঘানা গ্রামের হোসেন আলীর ছেলে দুলাল আলী (১৪), একই জেলার
নাগেশ্বরী উপজেলার খামার হাসনাবাদ গ্রামের হোসেন আলীর ছেলে মুসা
আলী (১৩) ও বিন্নাবাড়ী গ্রামের নবিবুদ্দিনের ছেলে তসলিম আলী (১৪)
এবং বান্দরবানের আলী কদম উপজেলার দক্ষিণ নয়াপাড়া গ্রামের আব্দুল শুকুরের
ছেলে নুরুল ইসলাম (১২)।
দুই দেশের আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় তারা সকাল ১০টায়
দিনাজপুরের বাংলা হিলি চেকপোস্ট অভিবাসন পুলিশের কাছে ওই শিশুদের
ফেরত দেয় ভারতের হিলি চেকপোস্ট অভিবাসন পুলিশ। এসময় বিজিবি,
বিএসএফ, মহিলা আইনজীবি সমিতির প্রতিনিধি সহ শুভায়ণ হোমের
কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে শিশুদেরকে তাদের পরিবারের অভিভাবকদের
কাছে তুলে দেওয়া হয়।
বাংলা হিলি চেকপোস্ট অভিবাসন পুলিশের অফিসার ইনচার্জ মো.
আফতাব হোসেন বলেন, দেশে ফিরে আসা শিশুরা গত দেড় বছর ধরে ভারতের
“বালুরঘাট শুভায়ণ অবজারভেশন হোমে” হেফাজতে আটক ছিল। দুই দেশের
সহযোগিতায় তারা দেশে ফিরে এসেছে। দেশের বিভিন্ন সীমান্ত এলাকা
দিয়ে কাজের সন্ধানে তারা অবৈধভাবে ভারতে গেলে সেখানে বিএসএফ ও
পুলিশের হাতে আটক হয়।