রামগঞ্জে দুরপাল্লাগামী বাসগুলো অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মোঃ আবু ইউসুফ অভিযান চালিয়ে ৪ বাস কাউন্টারের ৪০হাজার টাকা জরিমানা ও সর্কত সংকেত প্রদান করে। এসময় সহকারী কমিশনার (ভুমি),থানার পুলিশসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সোমবার বিকেলে স্থানীয় ও জাতীয় পত্রিকায় অতিরিক্ত ভাড়ার সংবাদ প্রচারিত হওয়ার পর ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট এই অভিযান চালায়। জরিমানাকৃত বাস কাউন্টাগুলো হচ্ছে ঢাকাগামী আল বারাকা এক্লাসিক ১০ হাজার ,হিমাচল এক্লাসিক ১০ হাজার,কেকে এশিয়া এক্লাসিক ১০ হাজার,চট্টগ্রামগামী বলাকা পরিবহনের ১০ হাজার টাকা। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিসেট্রট মোঃ আবু ইউসুফ বলেন,কাউন্টারে ম্যানেজার অস্বীকার দিয়েছে অতিরিক্ত কোন ভাড়া নিবে না।
উল্লেখ্যঃ বাস সংকট,সীট নেইসহ নানা অজুহাতে ঈদের পর শহরমুখী যাত্রীদের কাছ থেকে দ্বিগুনের বেশী ভাড়া আদায় করছে।