প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে গত মঙ্গলবার (২মে) দুপুরে গোলাম মোস্তফা বিপু (৩২)
নামের যন্ত্রাংশ ব্যবসায়ীকে অপহরণ করা হলেও দিবাগত রাতেই তাকে উদ্ধারসহ
চারজন অপহরণকারিকে আটক করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে, উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের মৃত মহির উদ্দিনের
ছেলে মেরিল (২৬), একই গ্রামের ফিরোজ আলীর ছেলে সাগর মিয়া (৩১),
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের লাল মিয়ার ছেলে সুজন (৩২)
ও একই এলাকার রিয়াজুল ইসলামের ছেলে পলাশ (৩০)।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সবুর বলেন, গাইবান্ধার
গোবিন্দগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে পাটর্স
ব্যবসায়ী গোলাম মোস্তফা বিপু গত মঙ্গলবার (২মে) দুপুরে ব্যবসায়ীক কাজে
হিলি স্থলবন্দরে আসেন। এ সময় আটক অপহরণকারিরা তাকে জোরপূর্বক
মোটরসাইকেলে তুলে নিয়ে উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের বাসিন্দা সাগর
মিয়ার বাড়িতে আটকে রাখে। এ সময় অপহরণকারিরা অপহৃত ব্যবসায়ী গোলাম
মোস্তফা বিপু’র চাচাতো ভাই নজরুল ইসলামের কাছে মুঠোফোনে এক লাখ
৮০হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিপু’র পরিবারের পক্ষ থেকে বিষয়টি থানা
পুলিশকে জানানো হলে তাঁর (ওসি’র) নেতৃত্বে ওইদিন দিবগত রাত একটায়
পুলিশ সাগর মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ীকে অক্ষত অবস্থায়
উদ্ধারসহ উল্লেখিত চারজনকে আটক করে। এ ব্যাপারে ওই ব্যবসায়ীর চাচাতো ভাই
নজরুল ইসলাম বাদী হয়ে গতকাল বুধবার আটক চারজনকে অভিযুক্ত করে থানায়
একটি অপহরণ মামলা দায়ের করেছেন।