আল মামুন জয়পুরহাট জেলা প্রতিনিধি :
অতি উৎসাহী হয়ে দেশের কিছু রাজনৈতিক দলের নেতাকর্মী ও প্রজাতন্ত্রের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর বাড়াবাড়ির কারণে রাষ্ট্রের উন্নয়ন ও আইনের শাসন বাধাগ্রস্থ হয়। দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে এ অবস্থা থেকে আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে দেশ উন্নয়নের দিকে যাবে । তাই বিচারক, আইনজীবি সহ সকলকে আইনের শাসন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।
জয়পুরহাট আইনজীবি সমিতির আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্হা।
বুধবার দুপুরে জয়পুরহাট আইনজীবি সমিতির এক সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল, সাধারন সম্পাদক এ্যাডভোকেট শাহিনুর আলম চৌধূরী, জিপি এ্যাডভোকেট মুমিন আহম্মেদ চৌধূরী প্রমূখ।