গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার
ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত
সংখ্যালঘু জেলে পরিবারগুলো খোলা আকাশের নিচে অনাহারে বসবাস করছে।
ওই গ্রামের মৃত নছিম উদ্দিনের ছেলে স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় নেতা
এমদাদুল হকের নেতৃত্বে একদল ভাড়াটে সন্ত্রাসী ওই অসহায় ছিন্নমুলসহ
১২টি পরিবারের উপর তান্ডব চালিয়ে তাদের বাড়ি থেকে উচ্ছেদ করে।
বুধবার গাইবান্ধা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে অসহায় পরিবারগুলো
তাদের বাড়িঘর ফেরতসহ ক্ষতি পূরণের দাবি জানিয়েছেন। মানববন্ধন
চলাকালে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম, বিনতি রাণী, বাসনা রাণী প্রমুখ।
তারা লোমহর্ষক ঘটনার বর্ণনা দেয়। এসময় শিশু ও মহিলারা কান্নায় ভেঙ্গে
পড়ে, কেউ কেউ রাস্তায়ও শুয়ে পড়ে।
এমদাদুল হক সাড়ে ৯ বিঘা জমি নিজের দাবি করে ভাড়া করা সন্ত্রাসী
নিয়ে মঙ্গলবার দুপুরে সংখ্যালঘু জেলে সম্প্রদায় অধ্যুষিত ওই গ্রামে হামলা
চালিয়ে অতি দরিদ্র পরিবারগুলোকে উচ্ছেদ করে। এসময় সন্ত্রাসীরা তান্ডব
চালিয়ে তাদের বাড়িঘর ভাংচুর, গৃহস্থালী জিনিসপত্র আগুন দিয়ে পুড়িয়ে
দেয়। এমনকি ওই জমির উপরে শীতলা মন্দির ভাংচুর করে এবং পালানপাড়া
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয় এবং চারপাশে তাঁরকাটা
দিয়ে ঘিরে রাখে। সন্ত্রাসীদের মারপিটে শিশু মহিলাসহ ৮ জন আহত হয়েছে।
আহতরা হচ্ছে বিনতি রাণী, আপেল, রাব্বি, সোহাগ, রুপক, অনিকা,
দেবতি রাণী, রাশেদা, বাসনা রাণী, আলো। পরিবারগুলো এখন খোলা আকাশের
নিচে বসবাস করছে এবং ঘটনার পর থেকে শিশুদের নিয়ে অনাহারে রয়েছে।