অনলাইন ডেস্কঃ
এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার পাসের হার গত বছরের চেয়ে কম হয়েছে। একই সঙ্গে কমে গেছে শত পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা। এই সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। পাশাপাশি কেউ পাস করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের চেয়ে প্রায় দ্বিগুণ হয়েছে এবার।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি তুলে দেন।
এবারের ফলে দেখা যায়, ১০ শিক্ষা বোর্ডে গড়ে পাসের হার ৮০ দশমিক ৩৫। গত বছর এ পাসের হার ছিল ৮৮ দশমিক ২৯ ভাগ। এবার ৭ দশমিক ৯৪ ভাগ কম শিক্ষার্থী পাস করেছে। পাসের হারের পাশাপাশি জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে।
এরপর দুপুর সাড়ে ১২টায় শিক্ষামন্ত্রী সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে আসেন ফলের বিস্তারিত তুলে ধরার জন্য।
ফল বিশ্লেষণে দেখা যায়, এবার শতভাগ পাস করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা দুই হাজার ২৬৬টি। অথচ গত বছর চার হাজার ৭৩৪টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছিল। এবার সেই সংখ্যা কমেছে দুই হাজার ৪৬৮টি।
অন্যদিকে, কেউ পাস করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা এবার ৯৩টি। গত বছর এ সংখ্যা ছিল ৫৩। ফলে এবার কেউ পাস না করা প্রতিষ্ঠান আরো ৪০টি বেড়েছে।
গতবারের চেয়ে এ বছর ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার বেশি।
ফলাফলে আরো দেখা যায়, এ বছর মোট পাস করেছে ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন।
এবার সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ২১ ভাগ, মাদ্রাসায় ৭৬ দশমিক ২০ ভাগ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৯ ভাগ।
এ বছর দেশের ১০টি শিক্ষা বোর্ড থেকে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ পরীক্ষার্থী অংশ নেয়। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৩৫ হাজার ৯০ জন বেশি।
এ বছর মোট পরীক্ষার্থীর মধ্যে নয় লাখ ১০ হাজার ৫০১ ছাত্র ও আট লাখ ৭৬ হাজার ১১২ জন ছাত্রী।
দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত তত্ত্বীয় পরীক্ষা চলতি বছরের ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২ মার্চ পর্যন্ত চলে এবং ব্যবহারিক পরীক্ষা ৪ মার্চ শুরু হয়ে ১১ মার্চ শেষ হয়।
যেভাবে জানা যাবে ফল
শিক্ষার্থীরা মোবাইলে খুদেবার্তা পাঠিয়ে তাদের ফল জানতে পারবে। ইংরেজিতে বড় হাতের অক্ষরে SSC লেখার পর বোর্ডের প্রথম তিন অক্ষর, তারপর রোল নম্বর ও বছর লিখে যেকোনো মোবাইল থেকে ১৬২২২ পাঠিয়ে দিলে ফল জানা যাবে। এ জন্য দুই টাকা ৪৪ পয়সা চার্জ প্রযোজ্য হবে।