আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। এ সফরে টাইগারদের বিরুদ্ধে নির্ধারিত দু’টি টেস্ট খেলবে স্মিথবাহিনী। কয়েকদিন আগেই ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চেয়ারম্যান ডেভিড পিভের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে বিষয়টি নিশ্চিত করেন।পরে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান বিসিবি সভাপতি। তবে সেই সফর এখনো নিশ্চিত নয় বলে জানালো অস্ট্রেলিয়া।
প্রস্তাবিত সূচি অনুযায়ী, ১৮ আগস্ট বাংলাদেশের আসার কথা স্টিভেন স্মিথের অজি বাহিনী। ২২ থেকে ২৪ আগস্ট চট্টগ্রামে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। সেখানেই প্রথম টেস্ট মাঠে গড়ার কথা ২৭ থেকে ৩১ আগস্ট। আর দ্বিতীয় টেস্ট হওয়ার কথা ঢাকার মিরপুরে ৪ থেকে ৯ সেপ্টেম্বর।
নাজমুল হাসান পাপন জানান, গেলো সপ্তাহে আইসিসি নির্বাহী কমিটির সভায় বাংলাদেশ সফরের বিষয়টি চূড়ান্ত করেন পিভের। নিজে থেকেই তিনি এ বিষয়টি নিয়ে কথা বলেন। আমি নিশ্চিত তারা আসছে।তিনি বলেন, ওই সময়ে ঈদুল আজহা রয়েছে। তাই আমরা চাচ্ছিলাম এক টেস্ট থেকে আরেকটির মাঝে পাঁচদিন বিরতি রাখতে। তবে তারা তাতে সম্মতি জানায়নি।
তাই আমরা ঈদের আগেই একটি টেস্ট খেলে ফেলার কথা জানায়। আর দ্বিতীয় টেস্ট খেলার কথা জানায় ঈদের তৃতীয় দিন থেকে। এতে খুব একটা বিরতি পড়বে না। তাতে তারা সম্মতিও দেয়, তারিখও চূড়ান্ত করে।
তবে বিশেষ কারণে সেই দিনক্ষণ জানানো যাচ্ছে না।ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্রের কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি তিনি। বললেন, আগের অবস্থান থেকে সরে এসেছে বোর্ড।
এখনো নিরাপত্তা শঙ্কা রয়েছে। এ থেকেই সফরটি অপেক্ষমাণ রাখা হলো।২০১৫ সালের অক্টোবরে দু’টি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে নিরাপত্তার অযুহাত দেখিয়ে সেই সফর বাতিল করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সেই সিরিজটিই এবার খেলার কথা ছিল।
সিএ’র মুখপাত্র জানান, ভবিষ্যতে বাংলাদেশ সফরের ব্যাপারে আমরা ভীষণ আশাবাদী। এ নিয়ে বিসিবির সঙ্গে আমরা কাজ করবো। তবে খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়টি অবশ্যই আমাদের প্রথমে মাথায় রাখতে হবে।২০১১ সালের পর বাংলাদেশের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি অস্ট্রেলিয়া।