ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুরোপাড়া বাজার থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি
বোমা উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে পুড়োপাড়া বাজার
থেকে এগুলো পুলিশ উদ্ধার করে।
মহেশপুর থানার এসআই ফরিদ আহমেদ জানান, বাজারে লাল কসটেপ দিয়ে
জড়ানো ৩টি বোমা পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে থানায় আনা হয়।
তিনি আরো জানান, বোমা গুলো পরীক্ষা করে দেথা হচ্ছে। এসআই ফরিদ
আরো জানান, পুরোপাড়া বাজারে আতংক সৃষ্টির জন্য বোমাগুলো কেও
রেখে যেতে পারে।