জয়পুরহাট জেলা প্রতিনিধি:-
জয়পুরহাট জেলা বিএনপির কর্মী সভায় কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে বিএনপির দু পক্ষের সংঘর্ষে সভামঞ্চ পুন্ডু হয়েছে। সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের জেলা আধুনিক হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার বেলা ১১টায় জয়পুরহাট টাউন হলে জেলা বিএনপির কর্মী সভা শুরু হওয়ার পর পরই স্থানীয় এক ছাত্রদল নেতা মঞ্চে হিংসাত্বক মুলক বক্তব্য দিলে শুরু হয়ে যায় দুপক্ষের সংঘর্ষ। সংঘর্ষ চলাকালে হল রুম থেকে বেড়িয়ে যান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক চীফ হুইফ জয়নুল আবেদীন ফারুক। এই সংঘর্ষে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী সহ কমপক্ষে ১৫ জন আহত হয়। এ সময় সভামঞ্চ ভাংচুর করায় পুন্ডু হয়ে যায় জেলা বিএনপির কর্মী সভা।
উল্লেখ্য জয়পুরহাট জেলা বিএনপির নতুন কমিটিকে কেন্দ্র করে দীর্ঘ দিন থেকে বিএনপির দু গ্রুপের মধ্যে চরম মত বিরোধ সহ জেলা বিএনপি অফিস অগ্নিসংযোগ, কুশপত্তলিকা দাহসহ বিভিন্ন কর্মকান্ড করে আসছিল বিএনপির একটি গ্রুপ। এরই জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।