গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ সড়ক-মহাসড়কে পুলিশের
বেপরোয়া চাঁদাবাজি বন্ধসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষে ২১ মে ৪৮ ঘন্টা
কর্ম বিরতির আল্টিমেটাম দিয়েছে উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরী,কাভার্ডভ্যান ও
পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ অধিকার আদায় বাস্তবায়ন কমিটি।
মঙ্গলবার গাইবান্ধা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পণ্য
পরিবহণ মালিক-শ্রমিক নেতৃবৃন্দ এই আল্টিমেটাম দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গাইবান্ধা জেলা ট্রাক, ট্যাংকলরী,
কাভার্ডভ্যান ও পিকআপ মালিক সমিতির সাধারণ সম্পাদক মোক্তাদুর রহমান
মিঠু। লিখিত বক্তব্যে উলেখ করা হয়, সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসন পণ্য
পরিবহণ মালিক-শ্রমিকদের সাথে বিমাতা সুলভ আচরণ করছে। এই আচরণ
বন্ধে সাত দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হচ্ছে- অবিলম্বে ট্রাক,
ট্যাংকলরী,কাভার্ডভ্যান ও পিকআপের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স
চেকিং এর নামে সড়ক-মহাসড়কে পুলিশী হয়রানি বন্ধ, ২০১৬ সালের ৩০
নবেম্বর ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও পিকআপের বাম্পার, সাইড
এ্যাঙ্গেল এবং হুক খোলার সরকারি আদেশ অবিলম্বে প্রত্যাহার, চলতি বছরের
মন্ত্রী সভার নতুন খসড়া আইন অবিলম্বে প্রত্যাহার, বিভিন্ন স্থানে
স্থাপিত ওয়ে স্কেলের নামে চাঁদাবাজি ও হয়রানি বন্ধ, সড়ক-মহাসড়কে
অবৈধ যান চলাচল বন্ধ, ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে হয়রানি বন্ধ, নতুন
ড্রাইভিং লাইসেন্স ও হেভি লাইসেন্স সহজ শর্তে প্রদান। এসব দাবিনামা
বাস্তবায়িত না হলে আগামী ২১ মে থেকে ২৩ মে সকাল ৬টা পর্যন্ত
কর্ম বিরতির আল্টিমেটাম ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রোস্তম আলী, আমজাদ
হোসেন, আবুল হোসেন, দুলাল রায়, সকু মিয়া, মাসুদ শেখ, সবুর মিয়া,
আব্দুল করিম, আব্দুস সোবহান ভুটটু, আতাউর রহমান, সাইদুর মিয়া,
আমিনুল ইসলাম প্রমুখ।