সিংড়া (নাটোর) প্রতিনিধি : টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় শিক্ষার গুনগত মান অর্জনের লক্ষ্যে নাটোরের সিংড়ায় শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কৃষি অফিস হলরুমে সেমিনারে সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ নাজমুল আহসান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক। এসময় উপস্থিত ছিলেন, গোল-ই-আফরোজ সরকারী কলেজের অধ্যক্ষ আতিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান অন্জুমান আরা, সহকারী প্রোগ্রামার শফিকুল ইসলাম প্রমূখ। সেমিনারে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।#(