গোপালগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ এ কর্মসূচী পালন করে।
বুধবার সরকারী বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে একটি শোভাযাত্রা বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি শরীফুল ইসলাম মুন্না, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিউটন মোল¬্যা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা শেখ হাসিনার নের্তৃত্বে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানায়।