জাহাঙ্গীর আলম ভুঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের ছাতক উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে
এক ব্যক্তি নিহত ও ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল
১১টায় উপজেলার জাউয়াবাজারে দুপক্ষের সংঘর্ষে এ হতাহতের
ঘটনা ঘটে। নিহত আবু সাইদ জাউয়াবাজার ইউনিয়নের
হাবিবপুর গ্রামের আব্দুল কাইয়্যুমের ছেলে। জেলা পুলিশ সুপার
বরকতুল্লাহ খান জানান,জাউয়াবাজার পিংকি রেস্টুরেন্টের পাশে
একখন্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে হাবিবপুর গ্রামের কায়স্তপাড়ার
আব্দুল ওয়াহিদ ও আব্দুল কাহহারের মধ্যে বিরোধ চলছিল। এই
বিরোধের জের ধরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে
সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষে ২১ জন আহত হয়।
আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে সিলেটস্থ এমএজি ওসমানী
মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত
চিকিৎসকরা আহত আবু সাইদকে মৃত ঘোষনা করেন। পরে পুলিশ
ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।