সিংড়া (নাটোর) প্রতিনিধি
মোবাইল কোর্ট না থাকা নিয়ে জনমনে চরম অস্বস্তির দানা বেঁধেছে। বিশেষ করে এসময়টা মৎস্য ভান্ডার খ্যাত চলনবিলে মাছের প্রজনন কাল এবং চলনবিলের সৌন্দর্য্য মন্ডিত বিভিন্ন প্রজাতির অতিথি পাখির আনা গোনা দেখা যায়। চলে বৈশাখী মেলার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর। কিন্তু সম্প্রতি নির্বাহী ম্যাজিষ্ট্রেট দিয়ে মোবাইল কোর্ট পরিচালনা স্থগিত করায় চলনবিলে নির্বিকারে মা মাছ নিধন, অতিথি পাখি শিকার, পুকুর খনন, অবৈধ দখল, মাদক দ্রব্য সেবনসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে। এতো কিছুর পরও প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে।
এবিষয়ে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, নাটোরের সিংড়ার অধিকাংশ এলাকা চলনবিলবেষ্টিত এবং মৎস্য ভান্ডার হিসেবে খ্যাত। আর এবার চলনবিলে আগাম বন্যার কারণে এসময়টা মাছের প্রজনন কাল। কিন্তু সম্প্রতি নির্বাহী ম্যাজিষ্ট্রেট দিয়ে মোবাইল কোর্ট পরিচালনা স্থগিত করায় এক শ্রেণীর অসাধু ব্যক্তিদের দ্বারা নির্বিচারে মা মাছ ও জীববৈচিত্র্য নিধন হচ্ছে। আর মাছ নিধন বংশ বৃদ্ধিতে বাঁধার সৃষ্টি করবে এবং দেশীয় প্রায় ৪০ প্রজাতির মাছ চলনবিল থেকে বিলুপ্তিরও সম্ভাবনা রয়েছে। ফলে এই বিলের ঐতিহ্য হারাবে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও জানান, এবার আগাম বন্যার পানি আসায় চলনবিলের কিছু এলাকায় অবাধে বক ও বালিহাসসহ অতিথি পাখি শিকার হচ্ছে। এসকল বিষয়ে উপজেলা প্রশাসনকে জানানো হলেও প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনায় অপারগতা প্রকাশ করেছেন।
উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের কলিগ্রামের বাসিন্দা তাইজুল ইসলাম, আহমেদ আলী জানান, শস্য ভান্ডার খ্যাত চলনবিলের হাতিয়ান্দহ এলাকায় অবৈধ ভাবে পুকুর খনন, বৈশাখী মেলার নামে অশ্লীল নৃত্য পরিবেশন করা হচ্ছে। এবিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ, গ্রামবাসীর পক্ষ থেকে সিংড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেও কোন ফলাফল পাওয়া যায়নি। এতে করে এলাকায় দিন দিন আরো অপরাধ বৃদ্ধি পাচ্ছে।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল আহসান জানান, সম্প্রতি আদালতের রায়ে মোবাইল কোর্ট পরিচালনা স্থগিত থাকায় অত্র উপজেলায় অবৈধ দখল, পুকুর খনন, মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, খাদ্যে ভেজাল, চলনবিলের অতিথি পাখি শিকার অপরাধ সংঘটিত হচ্ছে। এসকল বিষয়ে তিনি ইতিমধ্যে জেলা প্রশাসক, নাটোর বরাবরে একটি লিখিত ভাবে তথ্য প্রেরণ করেছেন।