সেলিম হায়দার,তালা
সাতক্ষীরা তালা উপজেলার দুস্থ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে সোলার প্যানেল
বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের
সামনে চত্বরে এক আলোচনা সভার মধ্যদিয়ে এ সোলার প্যানেল গুলো বিতরণ
করা হয়। তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মফিজ উদ্দীনের সভাপতিত্বে
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১
(তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মুস্তফা লূৎফুল্লাহ।
সভায় বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ
কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ হোসেন, সাতক্ষীরা জেলা
আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, নগরঘাটা ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান মো. কামরুজ্জামান লিপু, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের
ডেপুটি কমান্ডার জোয়াদ্দার আলাউদ্দিন, তালা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর
রহমান, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান প্রমূখ।
এসময় উপজেলার ৩৭টি দুস্থ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ওই প্যানেলগুলো
বিতরণ করা হয়।