ইখতিয়ার উদ্দীন আজাদ, পতœীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নজিপুর পৌরসভায় পৌর এলাকার উপকারভোগেীদের মাতৃত্বকালীন ভাতার নগদ অর্থ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
২২ মে সোমবার বেলা ১০টায় নজিপুর পৌরসভা কার্যালয়ে নগদ অর্থ বিতরণের উদ্বোধন করেন মেয়র মো: রেজাউল কবির চৌধুরী বাবু। এসময় উপস্থিত ছিলেন নজিপুর পৌরসভার সহকারী প্রকৌশলী ফজলুল হক, সংরক্ষিত নারী কাউন্সিলর কল্যাণী রাণী ঘোষ, ফারজানা খাতুন, রাশিদা খাতুন ৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মজিদ, ১নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ (লিটু ফকির), ৯নং ওয়ার্ড কাউন্সিলর সুকুমার দাস প্রমুখ।