সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ঐতিহাসিক বানিজ্যকেন্দ্র সাচনা বাজারে
আকস্মিক অগ্নিকান্ডে ভষ্মিভুত হয় অর্ধকোটি টাকার সম্পদ। গত রবিবার
রাতে আনুমানিক ৩ টায় সাচনা বাধ বাজাওে আগুন লেগে ৩ ঘন্টা ব্যাপী আগুনের
লেলিহান শিখায় ৮ টি দোকান ঘর ভষ্মিভুত হতে থাকে। অগ্নিকান্ডের খবর পেয়ে
অত্র বাজারের ব্যবসায়ী সহ ছুটে আসেন এলাকার লোকজন। প্রাথমিক চেষ্টায়
র্ব্যাথ হলে সাথে সাথে সুনামগঞ্জ জেলার ফায়ার সার্ভিস ষ্টেশনে ফোন করলে তারা
অতিদ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে সক্ষম হয়। কোথা থেকে এ আগুনের
সুত্রপাত তা এখনো যানা যায়নি। তবে অনেকের ধারনা করছেন বিড়ি-সিগারেট
ইত্যাদির ধুয়া থেকে হতে পার্ধেসঢ়;। আবার কেউ বলছেন বিদ্যুৎ বিভ্রাট হয়ে এই
আগুনের উৎপত্তি হতে পারে। উক্ত অগ্নিকান্ডে পুড়ে যায় ৮ টি ব্যবসায়ী প্রতিষ্ঠান।
আগুনে পুড়ে ছাড়কার হয় ইমা ষ্টোর, মেসার্স পুস্তকালয়, পিয়াস ট্রের্ডাস্ধসঢ়;,
মোহাম্মদীয়া ট্রের্ডাস্ধসঢ়;, হামিদ এন্ড সন্স, আর্থি ষ্টোর, অজিত ষ্টোর ও মদরিছ
আলী ষ্টোর। ফায়ার সার্ভিস পৌঁছার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শনে আসেন
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো: সাবিরুল ইসলাম। ঘটনাস্থল পরিদর্শন করেন,
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী, সাচনা বাজার ইউপি
চেয়ারম্যান রেজাউল করীম শামীম, উপজেলার সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ,
বনিক সমিতির সভাপতি মানিক লাল রায়, স্বপন কুমার রায় ও স্থানীয় গষ মাধ্যম
কর্মীবৃন্দ সহ অসংখ্য লোকজন ভীর জমান।