হেলাল শেখ , বিশেষ প্রতিনিধি ঃ
বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে জনগণের নিরাপত্তায় ২৪ ঘন্টা দায়িত্ব পালন
করছেন। “স্ধেসঢ়;ই পুলিশও মানুষ” সাধারণ ভুলের কারণে বড় ধরণের সমস্যা হয় পুলিশ সদস্যদের।
বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এর প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার
‘মনিরুল ইসলাম’ বলেন, অপরাধী যতই প্রভাবশালী হোক কেউ আইনের উর্ধ্বে নয়। সাম্প্রতিককালে
আলোচিত বনানী থানার হোটেলরেইন ট্রিতে বিশ্ববিদ্যালয়ের দুই তরুনীকে ধর্ষণের ঘটনায় অন্যতম
আসামী নাইম ্ধসঢ়;আশরাফকে আটক করার পর এক প্রেস ব্রিফিংয়ে এমনটি বলেন তিনি।
অন্যদিকে ঢাকা জেলার সাবেক পুলিশ সুপাার-বর্তমান অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান সততার
সঙ্গে বাংলাদেশ পুলিশ বাহিনীতে দায়িত্ব পালন করছেন বলে বেশিরভাগ সাধারণ মানষ বলেন, এবং অনেক
পুলিশ সদস্য এই কর্মকর্তার সততার কথা বলেন, পুলিশ সদস্যরা অনেকেই বলেন, “হাবিব স্যার”
খুবই ভালো মানুষ। তিনি সাধারণ মানুষের বন্ধু, বিশেষ করে সাভারের বেঁদেপল্লী ও হিজড়া সম্প্রদায়ের
জন্য সেলাই, বুটিক, কম্পিউটার ট্রেনিং, ফ্যাশন হাউজ ও বিউটি পার্লারসহ নানা ধরণের কর্মস্থান
মূলত বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেন অবহেলিত পিছিয়ে থাকা মানুষগুলোর জন্য। গত ৬ মে ২০১৭
ইং সাভারের আশুলিয়ার পল্লী বিদ্যুৎ ডেন্ডাবর এলাকায় পুলিশের এই কর্মকর্তা প্রধান অথিতি
হিসেবে উপস্থিত থেকে উত্তরণ ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান উত্তরণ বিউটি পার্লার উদ্বোধন করেন।
তিনি বলেন, সমাজ ও জাতির উন্নয়নের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হবে। তাদের
নানা ভাবে কর্মমুখী করে গড়ে তুলতে হবে। তাহলে বেকার থাকবে না, আর বেকার না থাকলে ওই
মানুষগুলো অপরাধের সঙ্গে জড়াবে না।
গত ১৩ মে ২০১৭ ইং রাতে শাপলা (৪২) নামের এক মহিলা আসামিকে আশুলিয়া থানা পুলিশ গ্রেফতার
করেন। পুলিশ জানায়, শাপলার স্বামী মাহফুজ মিয়া ব্র্যাক ব্যাংক থেকে কিস্তির ৩০ হাজার টাকা তুলে
নিয়ে পালিয়ে যাওয়ার কারণে সেই টাকা পরিশোধ না করায় শাপলার স্বামীর বিরুদ্ধে ব্র্যাক ব্যাংক
মামলা করে, এই মামলার আসামী করা হয় শাপলাকে। এবং আশুলিয়া থানায় ব্র্যাকের কিস্তির টাকা
খেলাপি ওয়ারেন্টভুুক্ত নারী আসামী শাপলাকে গ্রেফতার করে তাকে থানায় নিয়ে আসে পুলিশ। এ
সময় নারী ্ধসঢ়;আসামির ৬ বছর বয়সের শিশুটিকে কারো জিম্মায় রাখার কোনো সুযোগ না থাকায়
থানায় নিয়ে আসে পুলিশ। শিশুটির মা তখন থানা হাজতে, শিশুটি অঝোর ধারায় কান্নাকাটি করতে
থাকে তখন বিষয়টি অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির এর নজরে আসে, এ সময় তিনি ওই
নিস্পাপ শিশুটির কষ্ট লাগোবের জন্য মানবিক বিবেচনা করেন। ওই শিশুটির মায়ের জামিনের জন্য থানার
স্টাফ এবং ওসি’র নিজের ব্যক্তিগত তহবিল থেকে ৩০ হাজার টাকা ব্যবস্থা করে ব্র্যাক ব্যাংকের কিস্তির
টাকা পরিশোধ করেন। স্বার্থের এই দনিয়ায় সবাই যখন নিজের আখের গোছাতে ব্যস্ত, তখন
পরোপকারি মনোভাব দৃষ্টান্ত পুলিশ অফিসার মহসিনুল কাদির। জানা গেছে, তিনি একটু অন্যরকম
মানুষ! নিজেকে অন্তরালেই রাখতে ভালোবাসেন। এই পুলিশ কি সেই পুলিশ? “পুলিশও মানুষ”
পুলিশই জনতা, জনতাই পুলিশ। পুলিশ জনগনের বন্ধু এটাই প্রমান হলো। সব পুলিশই খারাপ নয়,
পুলিশও কারো সন্তান এবং কোনো সন্তােেনর বাবা। তাই এখানেই মানবতা ও সেবা। পুলিশ নিয়ে
অনেকেই খারাপ মন্তব্য করেন। কিন্তু বর্তমান ডিজিটাল বাংলাদেশের পুলিশ অনেকটা পাল্টে গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুত্রে জানা গেছে, জনগণের সেবা বাড়ানোর জন্য বর্তমান সরকারের টানা সাত
বছরেরও বেশি। পুলিশ বিভাগে পাঁচটি বিশেষায়িত নতুন ইউনিট গঠন করা হয়েছে। এর মধ্যে
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ ভিআইপিদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য সিকিউরিটি অ্যান্ড
প্রটেকশন ব্যাটলিয়ন (এসপিবিএন), তদন্তের গুণগতমান বৃদ্ধির জন্য পৃথক তদন্ত ইউনিট পুলিশ ব্যুরো
অব ইনভেস্টিগেশন (পিবিআই),দেশের শিল্প এলাকার নিরাপত্তা জোরদার ও শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য
ইন্ডাষ্টিয়াল পুলিশ,নৌ-পুলিশ ও ট্যুরিষ্ট পুলিশ গঠন করা হয়েছে। এ ছাড়াও কাউন্টার টেরোরিজম ও
ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট নামে নতুন আরও একটি ইউনিট আনুষ্ঠানিক যাত্রা শুরু না করলেও মাঠে
রয়েছে। এ ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ডিআইজি মনিরুল ইসলামকে। বিশেষ
করে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার জন্য নতুন হলো ময়মনসিংহ বিভাগ ও রংপুর
রেঞ্জ রিজাভ ফোর্স (আর আর এফ) এবং পাবনার আতাইকলা, আমিনপুর থানাসহ ২৯টি নতুন থানা,
প্রায় ৪৭ টি তদন্ত কেন্দ্র । পুলিশ সুত্রে জানা গেছে, বিমানবন্দরের নিরাপত্তার জন্য এপিবিএনের
একটি শাখাও গঠন করা হয়েছে বর্তমান সরকারের আমলেই।
বিশেষ করে পুলিশের শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তা জানান, বর্তামান সরকারের প্রায় সাত বছরেরও
বেশি সময় যাচ্ছে পুলিশ বাহিনীতে ব্যাপক উন্নয়ন হয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
জানিয়েছেন। পুলিশ বাহিনীতে এসেছে নতুন নতুন অস্ত্র, সরঞ্জাম, বেড়েছে অনেক জনবল যা
বর্তমানে প্রায় ১ লাখ ৯৪ হাজার পুলিশ সদস্য। বেতন-ভাতা বৃদ্ধির পাশাপাশি ঝঁকিভাতা করায় পুলিশ
বাহিনীর সদস্যদের মনোবল আরও বাড়ছে। বেশিরভাগ কর্মকর্তাদের পদমর্যাদা বৃদ্ধি করায় পুলিশ
বাহিনীর সদস্যদের মধ্যে রয়েছে সন্তুষ্টি। তারা বলেন, গত সাত বছরে নতুন নতুন থানা ভবন
নির্মাণসহ আবাসন সমস্যা সমাধানে ব্যাপক উন্নয়ন হয়েছে। নতুন নতুন যানবাহনসহ পুলিশ
বাহিনীকে আধুনিক করে গড়ে তুলতে নানামুখী চেষ্টা করছে বর্তমান সরকার।