সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশের নোটীশ পেয়ে প্রতিবন্ধীসহ ২ ভাইকে মারপিটের ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার ঘটনার
সঙ্গে জড়িত থানায় ৯ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন নির্যাতীতদের পিতা আব্দুর রহমান সরকার।
জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামের মৃত- আব্দুল জব্বারের পুত্র আব্দুর রহমানের সঙ্গে একই গ্রামের
জামাল উদ্দিনের পুত্র শাহ্ধসঢ়; আলম গং-এর জমি নিয়ে বিরোধ অতঃপর মামলা চলে আসছে। এসব মামলা তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় শাহ্ধসঢ়;
আলম গং-এর বিরুদ্ধে আদালতে চর্জসীট দাখিল করে পুলিশ।
এতে শাহ্ধসঢ়; আলম গং আরো ক্ষীপ্ত হয়ে আব্দুর রহমানের পরিবারের প্রতি নানান ষড়যন্ত্র- অত্যাচার, জমি-জমা জবর দখল করাসহ হুমকী অব্যাহত রাখে।
প্রতিকার চেয়ে আব্দুর রহমান থানায় পৃথক ২টি জিডি করেন। এরই একটি জিডির প্রেক্ষিতে থানার এস আই রাজু মিয়া উভয় পক্ষকে নোটীশ
প্রদান করেন। এতে ক্ষীপ্ত হয়ে গত ২২ মে সকালে অভিযোগকারী আব্দুর রহমানের পুত্র বাক ও শ্রবণ প্রতিবন্ধী আনিছুর রহমান লিপু ও তার ছোট ভাই
শিক্ষক আতিকুর রহমান লিমনকে শাহ্ধসঢ়; আলম গং বেধরক মারপিট করে। এতে গুরুতর আহত হয়ে ২ ভাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, আব্দুর রহমানের পরিবারকে হয়রাণির লক্ষে নিজ পুকুরের মাছ বিক্রির পর মাছ নিধনের মিথ্যা অভিযোগ করার অপচেষ্টা
চালাচ্ছে শাহ্ধসঢ়; আলম। প্রতিবন্ধীসহ ২ ভাইকে মারপিটের ঘটনায় মামলার বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন,
মামলাহ গ্রহণ করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের ব্যবস্থা চলছে।