এম এস জিলানী আখনজী, চুনারুঘাট প্রতিনিধি ॥
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গোয়াছপুর সরকারি
প্রাথমিক বিদ্যালয়ে গত ২৪ই মে মাঠ প্রাঙ্গনে বিদ্যালয়ের
অবসরজনিত বিদায়ী, বিশিষ্ট কবি ও সাহিত্যিক
সহ.শিক্ষক আবুল হোসেন ও বদলীজনিত বিদায়ী সহ.শিক্ষক
শামছুন্নাহার এর বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ
জোনায়েদ।বিশেষ অতিথি ছিলেন ইউ আর সি ইনস্টাক্টও
আব্দুস সামাদ, প্রধান শিক্ষক সৈয়দ রফিকুল ইসলাম, মোঃ
মতিউর রহমান, মোঃ আবু তাহের, বশীর আহমদ। সংবর্ধনা
পর্ব শেষে প্রতি বছরের ন্যায় এবারো ২য় শ্রেণি হতে ৫ম
শ্রেণি পর্যন্ত ৫জন করে ২০জনকে মেধাবী শিক্ষার্থী
পুরস্কার প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন মোঃ আব্দুর
রহিম, সভাপতি এসএমসি। অনুষ্টান শেষে সম্মানীত
জমিদাতা সহ বিদ্যালয়ে বিভিন্ন কাজে সহায়তাকারী
সকলের জন্য দোয়া পরিচালনা করা হয়। এলাকার সম্মানীত
অভিভাবক, শুভাকাঙ্ধসঢ়;ক্ষী, এসএমসি, পিটিএ সদস্যগনের
সার্বিক সহযোগিতায় আজকের অনুষ্টান সুন্দর ভাবে
সমাপ্ত করতে পারায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফখরুল
ইসলাম সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং মহান
আল্লাহর শুকরিয়া আদায় করেন।