মো. রুবেল মাদবর ,মুন্সীগঞ্জ :
মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে সরকারী আইনগত সহায়তা
প্রদান কার্যক্রম বিষয়ক “সমন্বয় সভা” অনুষ্ঠিত হয়েছে।
জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির আয়োজনে
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে মুন্সীগঞ্জ দায়রা জজ
আদালতের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সহযোগিতায় এ
সমন্বয় সভায় লিগ্যাল এইড সহকারি সিনিয়র জজ অন্তরা ঘোষ
প্রায় ৩০ জন দুঃস্থ ও অসহায় মানুষদের সরকারী আইনগত
সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের পরামর্শ দেওয়া হয়।
লিগ্যাল এইড এর সহকারি সিনিয়র জজ অন্তরা ঘোষ বলেন-
আপনারা অনেকেই দূর থেকে আমার কাছে এসেছেন সহায়তা
নিতে। আমরা সদা সব সময় আপনাদের সেবা প্রদান করতে
প্রস্তুত। লিগ্যাল এইড থেকে সম্পূর্ণভাবে বিনা খরচে
আপনাদের সরকারী আইনগত সহায়তা দেওয়া হয়। এর জন্য কোন
প্রকার টাকা দিতে হয় না। যদি কোন উকিল আপনাদের কাছ
থেকে টাকা চায় তাহলে আমাকে জানাবেন। আমি এই
বিষয়টি দেখবো।
ইউএসআইডি’র জাস্টিক ফর অল প্রোগ্রাম এর অর্থায়নে এ
সভায় উপস্থিত ছিলে ইউএসআইডি’র জাস্টিস ফর অল
প্রোগ্রাম প্রকল্প সমন্বয়কারি মাহবুব হাসান ও লিগ্যাল এইড
এর অফিস সহকারি মো. জুবায়ের আল মামুন প্রমূখ।