রামগঞ্জ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউপির উদন পাড়া
গ্রামে শুক্রবার দুপুরে উদনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
মাঠে সাড়ে ৩কিলোমিটার বিদ্যুৎতায়ন শুভ উদ্বোধন করেন
বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এমএ
আউয়াল এমপি, ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক সহেল
পাটোয়ারীর সভাপতিত্বে বিদ্যুৎ উদ্বোধন অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে লায়ন এমএ আউয়াল বলেন চলতি
বছরের ডিসেম্বর মাসে উপজেলার প্রতিটি ঘরে ঘরে
জণনেত্রী শেখ হাসিনার বিদ্যূৎ পৌছে যাবে। দেশব্যাপী
আগামী ২০১৮ সালের ডিসেম্বর প্রধান মন্ত্রীর শতভাগ
বিদ্যুৎ আবাসিক,শিল্প কলকারখানা,ব্যবসা প্রতিষ্ঠান সহ
সর্বস্তরের জণসাধারণ মাঝে পৌছে দেওয়া হবে।
আধূনিকায়ন বাংলাদেশ বিনির্মাণে প্রধান মন্ত্রী শেখ
হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন । আধূনিক
বিশ্বের সাথে প্রতিযোগীতায় শেখ হাসিনার নেতৃত্বে
বাংলাদেশ তথ্য প্রযুক্তি,আধূনিক শিক্ষা,যোগাযোগ
ব্যবস্থা এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি
হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ’লীগের সাবেক উপ-
কমিটির সহ-সম্পাদক এমএ মমিন পাটোয়ারী, উপজেলা
পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু,
দৈনিক লাখো কন্ঠ সম্পাদক ফরিদ আহম্মদ বাঙ্গালী, উপজেলা
প্রকৌশলী অনুপ কুমার মজুমদার, ডিজিএম ইশমত আরা,
এমপির প্রতিনিধি ও আ’লীগ নেতা শেখ মিজানুর রহমান,
সাবেক ছাত্রনেতা জিএস নজরুল ইসলাম,উপজেলা
স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সহেল রানা, যুবতরিকত
ফেডারেশনের সভাপতি মনির হোসেন,সাধারণ সম্পাদক
সামছুল ইসলাম, যুব নেতা ইউসুফ হারুন,আব্দুল কাদের
প্রমূখ।