নিজস্ব প্রতিনিধি : খোদা বকশ মৃধা ফাউন্ডেশন তিন দিনব্যাপী ক্রীড়া ধারাভাষ্য এবং উপস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্স সম্পান্ন্। শনিবার বিকালে রাজধানীর পান্থপথে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমীর হলরুমে তিন দিনব্যাপী ক্রীড়া ধারাভাষ্য এবং উপস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনি এবং সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে দেশে বিভিন্ন প্রান্ত থেকৈ মোট ৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।
ক্রীড়া ধারাভাষ্যের প্রতি তরুনদের আগ্রহ এবং সম্প্রতি একাধিক এফ.এম রেডিও/টিভি চ্যানেল ক্রীড়া সম্প্রচারে এগিয়ে আসায় মানসম্পন্ন ক্রীড়া ভাষ্যকারের দারুন অভাব দেখা দিয়েছে। এসব চিন্তা থেকে দক্ষ এবং যোগ্যতাসম্পন্ন ক্রীড়া ভাষ্যকার তৈরীর লক্ষে খোদা বকশ মৃধা ফাউন্ডেশন তিন দিনব্যাপী ক্রীড়া ধারাভাষ্য এবং উপস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে। অনুষ্ঠানে জনপ্রিয় ও প্রবিন ক্রীড়া ভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারি ৩৮ জন প্রশিক্ষণার্থির মাঝে সার্টিফিকেট এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। দেশের বিভিন্ন স্থান থেকে প্রশিক্ষণার্থীবৃন্দ এই কোর্সে অংশগ্রহণ করেন। তিনদিনব্যাপী এই প্রশিক্ষণ শেষে তাদের নৈপূন্য মূল্যায়ন করা হয়। এতে প্রথম স্থান অর্জন করেন ঢাকার আনারুল আলাম, দ্বিতীয় হয়েছেন, চাপাইনবাবগঞ্জের ফয়সাল হোসেন এবং তৃতীয় স্থান অর্জন করেছেন ঢাকার আসিফ আহম্মেদ।
এসময় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কমেন্টেটর শামিম আশরাফ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় ক্রীড়া উপস্থাপক ডা. অনুপম হোসেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমীর নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান এবং টোটাল প্লাস লিঃ এর এমডি আতিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ক্রীড়া ভাষ্যকার সামসুল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কোর্স কো অর্ডিনেটর ক্রীড়া ভাষ্যকার পলাশ খাঁন এবং জামিলুর রহমান। কোর্সে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া ভাষ্যকার শামিম আশরাফ চৌধুরী, আলফাজ উদ্দিন আহমেদ, ডা. অনুপম হোসেন, সামসুল ইসলাম, মাহফুজ আলম, সামি, কাজল, পলাশ, জামিল, বোরহান, কামরুজ্জামান, তামান্না, মাসুম, সাবেক ফুটবলার শেখ মোঃ আসলাম, সাবেক ক্রিকেটার ফাহিম মুনতাসির সুমিত, বেতার উপস্থাপক শফিকুল ইলাম বাহার, শামিম অহমেদ, মোঃ শফিকুল ইসলাম, ক্রীড়া লেখক সৈয়দ মাজহারুল পারভেজ, বিশিষ্ট সাংবাদিক মাহমুদুল হক এবং আরো অনেক জনপ্রিয় ভাষ্যকার, এছাড়া্ও বেতার-টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপক, উচ্চারণ বিশেষজ্ঞ, প্রাক্তন/বর্তমান ক্রীড়াবিদ, আম্পায়ার, রেফারী এবং স্কোরারগণ উপস্থিত থাকবেন। কোর্স কো অডিনেটর হিসেবে ক্রীড়া ভাষ্যকার পলাশ খান এবং সহকারী কোস কো অডিনেটর হিসেবে জামিলুর রহমান গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এছাড়া্ও অনুষ্ঠানে ক্রীড়া ভাষ্যকার, মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক এবং প্রাক্তন ও বর্তমান ক্রীড়াবিদগণ উপস্থিত ছিলেন।