পবিত্র রমজান উপলক্ষে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে বার্তা (টুইট) দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
গতকাল শুক্রবার রাত ১১টা ৩৩ মিনিটে ওই বার্তা দেন খালেদা জিয়া।
টুইটে খালেদা জিয়া বলেন, ‘রহমতের সওগাত নিয়ে সমাগত পবিত্র রমজানের প্রারম্ভে আসুন আমরা মোনাজাত করি অশুভের ওপর হক, ইনসাফ, সুবিচার ও ন্যায়পরায়ণতা বিজয়ী হোক।’
বাংলাদেশের আকাশে গতকাল শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রোববার থেকে পবিত্র রমজান পালনের ঘোষণা দেয় জাতীয় চাঁদ দেখা কমিটি।
শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
চাঁদ দেখা কমিটির ওই সিদ্ধান্তের পর রাতে টুইট করেন খালেদা জিয়া। এরপর আজ শনিবার বাণী দেন তিনি। এতে তিনি বলেন, ‘পবিত্র মাহে রমজান সমাগত। এ পবিত্র মাস সমগ্র মুসলিম উম্মাহর জন্য রহমত, বরকত ও নাজাতের মাস হিসেবে সম্মানিত। তাই মুসলিম উম্মাহ পরম করুণাময় আল্লাহ রাব্বুল ইজ্জাতের সন্তুষ্টি লাভে নিজেদের নিয়োজিত রাখতে সচেষ্ট হন।
বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমান রমজান মাসে সিয়াম সাধনার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভের জন্য আত্মার পরিশুদ্ধির প্রশিক্ষণে নিয়োজিত হয়। সারা দিন সব ধরনের পানাহার থেকে মুক্ত হয়ে মোমিন মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন।’
‘হিংসা-বিভেদ, অন্যায়, জুলুম, অবিচার এবং লোভ লালসাসহ সকল ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার এক মহান শিক্ষা দেয় মাহে রমজান। এ শিক্ষাকে বুকে ধারণ করে নিজেদেরকে পবিত্র মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদেরকে ব্রতী হতে হবে। অনাচার, হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্য কর্তব্য।’