নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :
সুন্দরগঞ্জ উপজেলায় আয়নুল হক (৩৫) নামের এক যুবককে শ্লীলতাহানির
অভিযোগে গাছের সাথে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে।
জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে উক্ত গ্রামের নুরুল ইসলাম পানাতির ছেলে
অটোবাইক চালক আয়নুল হক বাড়ি ফেরার সময় প্রতিবেশি শাহ জামালের স্ত্রীর
শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ তুলে তাকে আটক করেন। গত বুধবার শাহ
জামাল তার লোকজনের সহযোগিতায় আয়নুলকে বাড়ির উঠানে গাছের সাথে
বেঁধে বেধরক মারপিট করতে থাকলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে আয়নুলকে
গ্রেফতার করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হাবিবুল আলম
ভ্রাম্যমান আদালত বসিয়ে আয়নুলকে এক মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়।