চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাব ও বিজিবির পৃথক দুটি অভিযানে অস্ত্র ও মাদকসহ একজনকে আটক করেছে। উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এলাকার একটি আম বাগান থেকে দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও সাত রাউণ্ড গুলিসহ শরিফকুল ইসলাম (২৭) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করে র্যাব। আটককৃত শরিফুল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমাণ্ডার এএসপি একেএম এনামুল করিমের নেতৃত্বে র্যাবের একটি টহল দল মঙ্গলবার সন্ধ্যায় নামোচাকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এলাকার একটি আম বাগানে অভিযান চালিয়ে দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও সাত রাউণ্ড গুলিসহ শরিফকুল ইসলামকে আটক করা হয়। এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে ভোরে শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের ছড়াপাড়া মাঠ এলাকায় ৮১১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। ফতেপুর বিওপির হাবিলদার আবদুল কাদেরের নেতৃত্বে বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১০/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুলর্ভপুর ইউনিয়নের ছড়াপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৮১১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হয়েছে