সেলিম হায়দার,তালা :
সাতক্ষীরার তালায় ট্রলি ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে অমেলা রানী নামে
এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
শনিবার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের সাতক্ষীরা-
কেশবপুর সড়কের শেনপুর বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
অমেলা রানী যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি মালোপাড়ার ভবমালোর
স্ত্রী।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে শেনপুর বাজার মোড়ে মাহিন্দ্রার সঙ্গে
একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মহিন্দ্রার ভেতর থাকা অমেলা
রানী ঘটনাস্থলেই নিহত হন এবং চার জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তালা উপজেলার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল
ইসলাম বিষয়টি রিশ্চিত করেছেন।