বাংলার প্রতিদিন ডটকম ঃ
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ২০১৭-১৮ অর্থবছরের বাজেট কতটুকু বাস্তবায়ন হয়, তা দেখার অপেক্ষায় আছে তাঁর দল।
আজ বৃহস্পতিবার বাজেটের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন এরশাদ।
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেন, ‘আমরা দেখার অপেক্ষায় আছি, সরকার এর কতটুকু বাস্তবায়ন করতে পারে এবং এই বাজেট জনকল্যাণমুখী হয় কি না দেখার বিষয়। নির্ভর করবে সরকার কতটুকু বাস্তবায়ন করতে পারে।’
‘ভ্যাট সম্বন্ধে বক্তব্য আছে আমাদের। এই ভ্যাটের কারণে ইতিমধ্যে জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে।’
অন্যদিকে সরকারের শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘উন্নয়নের ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার বাজেট হচ্ছে এবারের বাজেট। তবে ভ্যাট নিয়ে কিছু সমস্যা ও সম্ভাবনা যেটা ছিল, মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে, এই অব্যাহতিগুলো দেওয়া হচ্ছে এবং যে রেয়াতগুলো রয়েছে, ফলে পণ্যমূল্য বৃদ্ধি হবে না।’