অনলাইন ডেস্কঃ
খুলনার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের’ নেতা নিহত হয়েছেন। আজ শুক্রবার রাত ৮টার দিকে আঞ্জুমান রোডের মসজিদের পাশে ওই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শেখ ইকবাল সারওয়ার (৪৫)। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন বলে জানা গেছে। তিনি সাইকেলের যন্ত্রাংশের ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানা যায়, মাগরিবের নামাজ শেষে মসজিদের পাশে রাস্তায় কয়েকজন পাট ব্যবসায়ীর সঙ্গে আলাপ করছিলেন ইকবাল সারওয়ার। এই সময় তাঁর ফোন বেজে উঠলে তিনি একটু দূরে সরে গিয়ে কথা বলেন। তখনই দুর্বৃত্তরা ইকবালের বুকে তিনটি গুলি করে। ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় ইকবালকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ইকবালের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তাঁর মেয়ের জামাতা কিছুদিন আগে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
ঘটনার পরপরই খুলনা মহানগর পুলিশের উপকমিশনার জাহাঙ্গীর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহত ইকবাল একসময় আখতার হোসেন খোকনের সহযোগী ছিলেন। আখতার হোসেন টাইগার খোকন নামে পরিচিত ছিলেন। তিন সহযোগীসহ ১৯৯৭ সালের ২৯ নভেম্বর দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আখতার হোসেন খোকন। ওই সময় দৌলতপুর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন আখতার আর সাধারণ সম্পাদক ছিলেন ইকবাল সারওয়ার।