অনলাইন ডেস্কঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যে কোন দুর্যোগেই আওয়ামী লীগ দেশের জনগনের কাছে এসে দাঁড়ায়। অথচ অন্য কোন রাজনৈতিক দল দুর্যোগে এগিয়ে আসেনা। বিএনপি কেবল রাজধানী ঢাকায় বসে সরকারের সমালোচনা এবং ষড়যন্ত্র ছাড়া আর কোন জনকল্যাণমূলক কাজে নেই।
তিনি আজ শুক্রবার কক্সবাজারের টেকনাফে ঘূর্ণিদুর্গত শাহপরির দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব বলেন।
সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘মোরা’ আঘাতের সময় দেশের বাইরে ছিলেন। তিনি সেখান থেকেই প্রতি মুহূর্তে কক্সবাজার উপকুলে আঘাত হানা ঘূর্ণিঝড়টির খোঁজ-খবর রাখছিলেন।
প্রধানমন্ত্রী দেশে ফিরেই তার নিদ্দের্শে কেন্দ্রীয় আওয়ামী লীগের ১১ জন নেতা গতকাল বৃহষ্পতিবার থেকে কক্সবাজার উপকূলের ঘূর্ণিদুর্গত এলাকা পরিদর্শনে এসেছেন। দুর্গত লোকজনের সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফও বক্তৃতা করেন। পরে মন্ত্রী এক হাজার পরিবারের দুর্গতদের প্রতি পরিবারের ২০ কেজি করে চাল এবং ২০০ জনের পরিবারের নগদ এক হাজার করে টাকা বিতরণ উদ্ভোধন করেন।
শাহপরির দ্বীপ থেকে পরে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এনামূল হক শামীম সেন্টমার্টিন দ্বীপে যান। তারা দ্বীপে অনুরুপ দুর্গতদের মাঝে চাল বিতরণ উদ্ভোধন করেন।
অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নেতৃত্বে দলের একটি দল কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া এবং দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে আরেকটি দল ঘূর্ণিদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের জন্য কুতুবদিয়া দ্বীপ পরিদর্শনে যান