নাটোর ব্যুরো অফিস,
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে সম্প্রতি বাজেটে ৯৪টি
আইটি পণ্য ভ্যাট ট্যাক্স মুক্ত করা হয়েছে। এছাড়া গত বছরের চেয়ে
২০১৭-১৮ অর্থ বছরে আইসটি খাতে দুই শত ১৮ শতাংশ বাজেট বৃদ্ধি
করে মোট ৩হাজার ৯শ ৭৪কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া
ডিজিটাল বাংলাদেশের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে আইসিটি
খাতে ১১হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।
এইজন্য আইসিটি খাতে ব্যাপক উন্নয়ন ত্বরান্বিত হবে। রবিবার
দুপুরে নাটোর পৌরসভায় শেখ রাসেল ডিজিটাল সেন্টার, পৌরসভার
ডিজিটাল ল্যাব, ব্যাংক এশিয়ার শাখা এবং ডিজিটাল পদ্ধতি বিদ্যুৎ
বিল উদ্ধোধন শেষে তিনি এসব কথা বলেন।
আইসিটি প্রতিমন্ত্রী আরো বলেন,সারা বাংলাদেশে চারটি বিষয়কে
সুসংগঠিত করা হচ্ছে। প্রথমে ই-গর্ভানেন্স এরমাধ্যমে সরকারের
প্রতিটি অফিসের সেবা জনগনের দোরগরায় পৌছাতে চাই। এছাড়া
দেশের সাড়ে ৪ কৌটি ২৭লাখ শিক্ষার্থীকে আইটি শিক্ষায় শিক্ষিত
করে বিশ্বের সাথে যাতে তাল মেলাতে সে জন্য মানবসম্পদ উন্নয়নে
কাজ করছে সরকার। বিগত নয় বছর আগে যেখানে বাংলাদেশে আইটি
এক্সপট ছিল ২৬মিলিয়ন সেখানে ধিরে ধিরে বৃদ্ধি পাচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, যে নৌকা মার্কায় ভোট দেয়নি তারজন্য্ধসঢ়;ও শেখ
হাসিনার সরকার কাজ করছে, যে ভোট দিয়েছে তার জন্যও কাজ করছে।
আগে বাংলাদেশ দূর্ণীতি তিন বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু
তথ্য প্রযুক্তি ব্যবহার করে আগের চেয়ে দূর্নীতি অনেক কমে এসেছে।
এসময় নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলির সভাপতিত্বে
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, নাটোর-১ আসনের সংসদ সদস্য
এ্যাড.আবুল কালাম আজাদ, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল
ইসলাম শিমুল, নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন, নাটোর জেলা
পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান
শরিফকুল ইসলাম রমজান সহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন।
পরে পুরতান জেল খানায় স্থাপিত শেখ কামাল আইটি পার্ক এর নির্মিত
কাজের অগ্রগতি পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।