সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের
নূরজাহান মার্কেটে চুরি সংগঠিত হয়েছে। এই মার্কেটে
অবসর প্রাপ্ত স্বাস্থ্য পরির্দশক শুনিল বাবুর একটি ফার্মেসী ও
একটি প্যাথলজি ল্যাবের দোকান ছিল। স্থানীয় সুত্রে জানাযায়,গত
শনিবার রাত ১১টায় দোকান বন্ধ করে দোকানের কর্মচারী পিকলু
বাহিরে যায়। এই ফাঁকে চুরেরা শুকৌশুলে মার্কেটের পিছনের
দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। দুটি দোকোনে মধ্যে প্যাথলজি
ল্যাবে থাকা একটি আইপএস,ব্যাটারী,একটি এলএডি
টেলিভিশন,পরীক্ষার যন্ত্রপাতি সহ ২লক্ষাধিক টাকার মালামাল চুরি
করে নিয়ে যায়। দোকানের কর্মচারী পিকলু ঘন্টা খানেক পরে
বাহির থেকে দোকানে ফিরে ভিতরে গিয়ে দেখতে পায় পেছনের
দরজা ভাঙ্গা ও ল্যাবে থাকা একটি আইপএস,ব্যাটারী,একটি
এলএডি টেলিভিশন নেই ও পরীক্ষার যন্ত্রপাতি এবং অন্যান্য মালামাল
এলোমেলো। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরির্দশন করে।
তাহিরপুর থানার ওসি এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,চুরির
ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।