রান করার তাড়া থেকেই ইংল্যান্ডের বিপক্ষে আটজন ব্যাটসম্যান নিয়ে মাঠে নামে বাংলাদেশ। পরিকল্পনাও সফল হয়েছিল মাশরাফির। ইংল্যান্ডের বোলারদের বিপক্ষে ৩০৫ রানের বড় লক্ষ্য দাঁড় করায় টাইগাররা। তবে বড় স্কোর বানাতে গিয়ে বোলিং ডিপার্টমেন্টের শক্তি অনেকটাই খর্ব করে দেন মাশরাফি। চারজন স্পেশালিস্ট বোলার নিয়ে মাঠে নামতে হয় বাংলাদেশকে। ব্যাটিং উইকেটে অবশ্য বাংলাদেশের সব পেসারই বেধড়ক মার খেয়েছেন। এ কারণেই অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে একজন ব্যাটসম্যান কমিয়ে একজন বাড়তি বোলার খেলানোর চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। অসিদের বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমনটিই জানান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
টাইগার দলপতি বলেন, ‘যে উইকেটে খেলা হচ্ছে আশা করছি, ব্যাটসম্যানরা ভালো করছে। সে কারণে একজন বাড়তি বোলারের চিন্তাটা মাথায় আসছে আমাদের। ৩০৫ রান করেও জিততে না পারার পর এমন চিন্তা এখন করতেই হচ্ছে।’ ইংল্যান্ডের বিপক্ষে ৩০৫ রান করেও আট উইকেটে হেরেছে বাংলাদেশ। ওভালের উইকেট যেহেতু ব্যাটিংবান্ধব, সে কারণে প্রতিপক্ষকে আটকাতে একজন বাড়তি বোলারের বেশ গুরুত্ব অনুভব করছেন মাশরাফি।
অস্ট্রেলিয়া ম্যাচে বাড়তি বোলার খেলানোর প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘গতকাল থেকেই এটা নিয়ে ভাবছি আমরা। ব্যাটসম্যানদের সঙ্গেও কথা বলা হয়েছে। আর তা ছাড়া তামিম-মুশফিক-রিয়াদ যেহেতু ভালো ফর্মে আছে। ইমরুলও আগের ম্যাচে ভালো স্টার্ট করেছে। তাই পঞ্চম বোলার দলে নিলে সমস্যা হওয়ার কথা নয়। এখন কাকে নেব, সেটা নিয়ে ভাবতে কবে।