নুরুল আলম ডাকুয়া ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুন্দরগঞ্জ
শাখার উদ্যোগে সমাজ সেবা অধিদপ্তরের সহযোগিতায় অসহায় দুঃস্থ মানুষের মাঝে
ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্বরে ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড
সুন্দরগঞ্জ শাখার উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়। এসময়
উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাজেদুর
রহমান সরকার, উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া, ইসলামি
ব্যাংকের ব্যাবস্থাপক রাশেদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া বেগম, উপজেলা
শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম, আনছার ভিডিফির অফিসার গোলাম রব্বানী
প্রমুখ। সংশ্লিষ্ট সুত্রে জানায়, ২’শ ৬০ জন দুঃস্থ অসহায় মানুষের মাঝে পবিত্র
রমজানের খাদ্য ব্যবস্থা নিশ্চিত করণের লক্ষ্যে প্রতিজনকে চাল, আলু, পিয়াজ, তৈল, চিনি,
সেমাই ও প্রতি জনকে নগদ টাকা প্রদান করা হয়।