ইংল্যান্ডের বিপক্ষে তাদের দেশের মাটিতে যে ব্যাটিং দাপট দেখিয়েছিল বাংলাদেশ; আজ তার ছিটেফোঁটাও দেখা গেল না। একমাত্র ব্যতিক্রম ছিলেন তামিম ইকবাল।
বাকীদের ব্যাটিং ব্যর্থতার দুঃখ তামিমের ব্যাটেই ভুলতে চাচ্ছিলেন দর্শকরা। কিন্তু তামিম আক্ষেপটা আরও বাড়িয়ে দিলেন। ৯৫ রান করে মিচেল স্টার্কের বল লেগে ঘুরাতে গিয়ে ক্যাচ দিলেন লং লেগে। ১১৪ বলের ইনিংসে ৬টি চার এবং ৩টি ছক্কা হাঁকানোর পর তামিমের এই আত্মহত্যা দেখতে হলো দর্শকদের!
পাগলামি শট খেলতে গিয়ে ক্যারিয়ারে কমপক্ষে ১০টি সেঞ্চুরি মিস করেছেন দেশসেরা ওপেনার। শুধুমাত্র ৯৫ রানেই তিনবার আউট হয়েছেন তিনি! ২০১০ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবার ৯৫ রানে আউ হন। ২০১৫ সালে বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে সেই ৯৫ রানেই প্যাভিলিয়নে ফিরেন তিনি। দুই বছর পর আবারও বাংলাদেশের ক্রিকেট দেখল এমন দুঃখজনক ঘটনা। তারপরও দলীয় সংগ্রহ ১৮২ রানের মধ্যে ৯৫ রানই যে তামিমের!
ইনিংসের প্রথম বলটি থেকে ৪৩ তম ওভারের প্রথম বলটি পর্যন্ত উইকেটে ছিলেন। কী অপরিসীম ধৈর্য্য! আশ্চর্য হলেও সত্যি যে, তামিমের ৯৫ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেছেন সাকিব আল হাসান! আরও লজ্জার ব্যাপার হলো, ৭ ব্যাটসম্যান দুই অংকেই পৌঁছতে পারেননি! সৌম্য (৩), ইমরুল (৬), মুশফিক (৯), সাব্বির (৮), মাহমুদ উল্লাহ (৮), মাশরাফি (০), রুবেল (০) এবং ৪ বল মোকাবেলা করে ১ রানে অপরাজিত ছিলেন মুস্তাফিজ। বদলে যাওয়া বাংলাদেশের এমন ব্যাটিং বিপর্যয়! কল্পনা করা যায়!