অনলাইন ডেস্কঃ
লন্ডনের সন্ত্রাসী হামলার রেশ কাটতে না কাটতেই এবার ফ্রান্সের নটরডেম ক্যাথেড্রালের (বড় গির্জা) বাইরে হাতুড়ি দিয়ে পুলিশের উপর হামলা হয়েছে। ওই হামলাকারীর বুকে গুলি করে আহত করেছে পুলিশ।পুলিশের পক্ষ থেকে এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করা হয়েছে।
ওই গির্জার ভিতরে ৯০০ জন ব্যক্তি ছিলেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যাচ্ছে যে, ওই গির্জার ভিতরে অনেকে হাত উঁচু করে রয়েছেন। পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান নটরডেমে আটকা পড়া অনেকে গোলাগুলির আওয়াজ পাওয়ার কথা জানিয়েছেন।
ঘটনার বর্ণনায় এক মার্কিন পর্যটক সাংবাদিকদের বলেন, আমি কেবল ক্যাথেড্রালে ঢুকছিলাম। তখনই শোরগোল শুনতে পাই। গুলির আওয়াজ কানে আসে। ঘুরে দাঁড়িয়েই দেখি হামলাকারী গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে আছে। সব নিরাপদই ছিল। পরিস্থিতি খুব দ্রুত সামাল হয়েছে।
ফরাসি পুলিশ বলেছে, নটরডেম ক্যাথেড্রালের বাইরে এক ব্যক্তি হাতুড়ি নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করার পর তাকে গুলি করা হয়েছে। হামলাকারী বুকে আঘাত পেয়েছে বলে জানিয়েছে ফরাসি গণমাধ্যম। এ সময় পুলিশের গুলির আওয়াজে দর্শণার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্বাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন লোকটি হামলার সময় ‘এটি সিরিয়া জন্য, এটি সিরিয়ার জন্য’ বলে চিৎকার করছিলেন। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি। ঘটনার পর পুলিশ এলাকাটি ঘিরে দেয় এবং পথচারীদেরকে দূরে সরিয়ে রাখে।
দেশটিতে ২০১৫ সালে জঙ্গি হামলায় ১৩০ জন নিহত হয়েছিল। এরপর থেকে সেখানে জরুরি অবস্থা জারি রয়েছে।