আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুপা হক ও রুশনারা আলী।
রুপা লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে ও টিউলিপ একই শহরের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে মেম্বার অব পার্লামেন্ট (এমপি) নির্বাচিত হয়েছেন। আর রুশনারা জয়ী হয়েছেন বেথনাল অ্যান্ড গ্রিন বো আসন থেকে।
তাঁদের মধ্যে রুপা হক ও রুশনারা আলী তৃতীয়বার আর টিউলিপ সিদ্দিক দ্বিতীয়বারের মতো লেবার পার্টি থেকে এমপি নির্বাচিত হলেন।
এ তিনজনই যুক্তরাজ্যে সদ্য ভেঙে দেওয়া পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত এমপি ছিলেন।
স্কাই নিউজ জানায়, লন্ডনের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোর অন্যতম ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে লেবার প্রার্থীর রুপা ৩৩ হাজার ৩৭ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের জে মোরিসি পেয়েছেন ১৯ হাজার ২৩০ ভোট। গতবার রুপা জিতেছিলেন মাত্র ২৭৪ ভোটের ব্যবধানে। আর এবার প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ১৪ হাজার বেশি ভোট পেয়েছেন।
১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে জিতেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিকও। হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে তিনি ১৫ হাজার ৯৬টি ভোট বেশি পেয়ে কনজারভেটিভ প্রার্থী এডওয়ার্ড মোকে হারিয়েছেন।